তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার মনির জিসানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি ১০০টি গাছের চারা রোপণ করা হয়
জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার মনির জিসান জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষ্যান্ত হবো না, এগুলোর পরিচর্যাও করবো। এই ধরনের পরিবেশবান্ধ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ শাহিন, জুয়েল, মীর খান, অজয়, আবদুল্লাহ, মোহাম্মদ কায়েছ, রনিসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।