গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 4 May 2024

চট্টগ্রামের দ্বিতীয় ধাপে চার উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাউজান ও রাঙ্গুনীয়া উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে চার উপজেলা নির্বাচনে (ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনীয়া) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তিন পদে মোট ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২১ এপ্রিল রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে চট্টগ্রাম জেলা ও স্ব স্ব উপজেলা নির্বাচন কার্যালয়ে তারা এসব মনোনয়নপত্র জমা দেন।

চট্টগ্রামের চার উপজেলার মধ্যে রাউজান উপজেলায় এবারও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী।

তাঁরা হলেন-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াছমিন রুজি। তাঁদের বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই।

রাঙ্গুনীয়া উপজেলায়ও চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী। চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসেন আরা বেগমের প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী নেই। তবে এই উপজেলার ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন-ওমর ফারুক, খায়রুল বশর, মো. আব্দুল মান্নান ও শেখর বিশ্বাস।

ফটিকছড়ি উপজেলায় তিনটি পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে দুই প্রার্থী হলেন-ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী ও বখতেয়ার সাঈদ। পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন-আনোয়ারুল হক, ছালামত উল্লাহ, জসিম উদ্দিন, নাজীম উদ্দীন ছিদ্দিকী ও সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী। দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- জেবুন্নাহার ও শারমীন আক্তার।

হাটহাজারী উপজেলায় তিনটি পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাঁচ চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইউনুস গণি চৌধুরী, জসীম উদ্দিন শাহ, মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান ও মো. নুর খান।

পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন-অশোক কুমার নাথ, এম এ খালেদ চৌধুরী, মো, আশরাফ উদ্দিন জীবন, মো. নাজমুল হুদা ও মো. নুরুল আবছার। চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বিবি ফাতেমা শিল্পী, মোক্তার বেগম, শারমীন আক্তার ও সাজেদা বেগম।

এ প্রসঙ্গে নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, চট্টগ্রামের চার উপজেলার তিনটি পদে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী মঙ্গলবার এসব পদ প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে।

তফসিল অনুযায়ী আগামী ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায়  মো. মিনহাজ (৩৫) নামের এক পথচারী...

গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধার

ফটিকছড়ি পৌরসভায় গরুর ঘাস কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট...

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শরীর ছিলো আঘাতের চিহ্ন

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সানজিদা আক্তার (২৮ ) নামে...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

মহান মে দিবসের অতৃপ্ত প্রাপ্তি ও অজেয় ভাবনা

মহান মে দিবস, ১৮৮৬ ইংরেজি সালে আমেরিকার শিকাগো শহরে...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১, কারাদণ্ড

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায়  মো. মিনহাজ (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।শুক্রবার (৩ মে) সন্ধ্যা সোয়া সাতটার সময় খেজুরতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।এতে অজ্ঞাত...

গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধার

ফটিকছড়ি পৌরসভায় গরুর ঘাস কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাবা খাতুন (৬০) নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে।শুক্রবার (৩ মে) বেলা সাড়ে ৫টার...

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শরীর ছিলো আঘাতের চিহ্ন

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সানজিদা আক্তার (২৮ ) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।শুক্রবার (৩ রা মে) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১, কারাদণ্ড

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন প্রক্সি দেওয়ার সময় এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায়...