সীতাকুণ্ডে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পৌরসদরস্থ উত্তর বাজার বাইপাসের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ১টি পিকআপ ৩টি গরু ও ১টি আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। পরে চোর চক্রের সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী সীতাকুণ্ড থেকে চুরি হওয়া ২ টি গরু কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
আটক মোঃ মুবিন উদ্দিন (৩২) কক্সবাজার চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর আমান পাড়ার মোঃ আমির হোসেনের পুত্র এছাড়া মোঃ সোহেল (২৪) একই এলাকার পশ্চিম ভাটাখালী, তরছঘাটার নবাব মিয়া ও আব্দুল শুক্কুর (৩৪), ভাড়ামুড়ি, কালু সর্দার বাড়ীর দেলোয়ার হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম। তিনি বলেন, মিরসরাই থানা থেকে চুরি হওয়া গরু নিয়ে চোর চক্রের সদস্যরা চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদে অভিযান চালিয়ে পৌর সদরের বাইপাস থেকে তাদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও দুটি গরু চকরিয়া থেকে উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী গরুগুলো সঠিক মালিকের নীকট হস্তান্তর ও চোর চক্রের বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।