গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 July 2024

কর্ণফুলীতে ৩০ রমজান জুড়ে যে মসজিদে ছিল ফ্রি ইফতার আয়োজন

কর্ণফুলী প্রতিনিধি।

পবিত্র রমজান মাস জুড়ে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদে প্রতিদিন তিন শতাধিক ও মাসজুড়ে ৯ হাজার মানুষের জন্য ফ্রি ইফতারের আয়োজন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মুহাম্মদ মনিরুল হক।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মুহাম্মদ বেলাল আল কাদেরী, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেকান্দর রনি ও কমিটির সকল সদস্যগণ।

যার ধারাবাহিকতায় ১০ এপ্রিল (বুধবার) সন্ধ্যায়ও মসজিদ প্রাঙ্গণে শেষ রোজার ইফতার হিসেবে সাধারণ মুসল্লিদের জন্য এক সঙ্গে পাঁচ শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করেন।

প্রতিদিনের খাবারে ছিলো গরুর মাংসের বিরিয়ানি ও শাহী শরবত। এছাড়াও অনেকেই পরিবেশনে বিভিন্ন খাবারও যোগ করেন। আর এই ইফতার মসজিদের পক্ষ থেকে একেবারে ফ্রি তে খাওয়ানো হয় রোজদারদের।

সরেজমিনে গেলে প্রতিদিন মিলে সারিবদ্ধভাবে সকল রোজাদারেরা বসে মানসম্মত ও স্বাস্থ্যকর ইফতার করছেন। এর পেছনে কাজ করেছিলেন বার্বুচি শেফ, সহযোগী এবং অন্যান্য সদস্যরা। যারা পুরো রমজান জুড়ে এই সেবা দেন।

ব্যতিক্রমী এ আয়োজনটি প্রথম রোজা থেকেই চালু করেছিলেন। যেখানে অসংখ্য হতদরিদ্র রোজাদার মুসল্লি যোগ দিতেন। আবার এই এলাকার বাহিরেরও অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার করতে আসতেন।

স্বভাবতই মসজিদ পরিচালনা কমিটির লোকজন প্রতিদিন আসরের নামাজের পর চিন্তা করেন রোজকার রোজাদারদের ইফতার সামগ্রি নিয়ে। সভাপতির একনিষ্ঠ চেষ্টার ফলে গত এক মাসে প্রায় সাড়ে ৯ হাজার মুসল্লির ইফতার আয়োজন শেষে আজ দোয়া মাহফিল করা হয়।

এতে ইফতার করতে আসা মুসল্লিরা সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মনিরুল হকের এই উদার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে ইসলামের জন্য মসজিদ পরিচালনা কমিটির সভাপতির খেদমত কবুল ও মঞ্জুর করে নেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থানা করেন মাওলানা বেলাল আল কাদেরী।

পাশাপাশি সকল রোজাদার ও এলাকাবাসীর জন্য আল্লাহর রহমত প্রত্যাশা করেন। দোয়া মোনাজাত শেষে এক সাথে সব মুসল্লি ইফতার শুরু করেন। এভাবেই শেষ হয় সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদের মাসজুড়ে ইফতার আয়োজন।

এ প্রসঙ্গে সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মনিরুল হক বলেন, ‘পবিত্র রমজানে গ্রামের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিতে আমরা মাসজুড়ে এই ইফতারের আয়োজন করেছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য লাভের জন্য। আমাদের মহল্লার মানুষসহ সমস্ত মুসলিম উম্মতের দোআ যেন মহান আল্লাহ কবুল করেন।’

সর্বশেষ

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান...

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ...

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি...

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল...

বিটিভি-মেট্রোরেলে নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের...

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার...

আরও পড়ুন

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যুর মিছিল হবে, এটা কখনো চাইনি। আজ বাংলাদেশে সেটাই করলো।শুক্রবার (২৬ জুলাই)...

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেকের...

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।শুক্রবার (২৬ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত...

বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরবে, আশা ভারতের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা আশা করছি খুব শিগগির এ...