গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Wednesday, 1 May 2024

কাপ্তাই সীতাদেবী মন্দিরে মহাবারুনী স্নানে ভক্তদের ভীড়

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

চট্টগ্রাম জেলার রাউজান এলাকা হতে তীর্থে আসা দোলন কৃষ্ণ ঘোষ, চট্টগ্রাম পাথরঘাটা হতে আসা মানিক দাশ, রাঙ্গুনিয়া কোদালা কৃষ্ণ মন্দিরের সেবায়েত সেবানন্দ বাবাজি এবং কাপ্তাইয়ের আশীষ কুমার দাশের  এর  সাথে কথা হয় কাপ্তাই সীতারঘাট মন্দিরে। তাঁরা সকলে জানান,  ঐতিহাসিক মা সীতাদেবীর মন্দিরে এসে মহাবারুণী স্নানে কর্নফুলি নদীতে স্নান করে নিজেকে ধন্য মনে করছি। কথা হয় বারুণী স্নানে আসা চট্টগ্রামের বিউটি সেন, শিল্পী সেন,  জয়া সেন এবং রাইখালী ইউনিয়ন হতে আসা পায়েল ভট্টাচার্য ও পুজা ভট্টাচার্য সহ অনেকের সাথে  ,তাঁরা সকলে এই পূণ্যস্থানে এসে নিজেকে ধন্য মনে করছেন। সকলে কর্ণফুলী নদীতে একটি সিঁড়ি ঘাট নির্মাণের দাবি জানান।

পাহাড় আর কর্ণফুলী নদীর অপরুপ কোল ঘেঁষা শ্রীশ্রী মাতা সীতাদেবীর মন্দিরের সৌন্দর্য সকলকে বিমোহিত করেছে। “মধুকৃষ্ণ ত্রয়োদশী” তিথিতে মহাবারুণী স্নান উপলক্ষে প্রতি বছরের মতো কাপ্তাই উপজেলার শীলছড়ি শ্রীশ্রী মাতা সীতাদেবীর মন্দির পরিচালনা কমিটির আয়োজনে  শনিবার  (৬ এপ্রিল) মহানামযজ্ঞের মাধ্যমে শুরু হয় দু’ দিনব্যাপী অনুষ্ঠান মালা। এদিন মহাবারুণী স্নান ও সীতামেলা অনুষ্ঠিত হয়।

মহাবারুণী স্নানে অংশ নিতে সকাল ৭ টা হতে কাপ্তাই, রাঙামাটি, রাঙ্গুনীয়া, রাজস্থলী, রাউজান, হাটহাজারী, চট্টগ্রামসহ অনেক জায়গা হতে হাজারোও পুণ্যার্থীদের আগমন ঘটে। অনেকে পরিবার-পরিজন নিয়ে আসেন এই মন্দিরে।

মন্দিরের পাশে অবস্থিত কর্ণফুলী নদীতে মহাবারুণী স্নানের মাধ্যমে ভক্তরা পরমেশ্বর ভগবানের কাছে নিজেকে সমর্পন করেন। একদিকে বারুণী স্নান, অন্যদিকে মন্দির প্রাঙ্গণে তারকব্রহ্ম মহানাম আস্বাদনে ভক্তরা মেতে উঠছেন।

ঐতিহাসিক সীতাদেবীর মন্দির পরিচালনা কমিটির আহবায়ক সমলেন্দু বিকাশ দাশ এবং সদস্য সচিব  ডা:  রতন কান্তি বিশ্বাস বলেন,  এবছর ১২ থেকে ১৫ হাজার ভক্তের আগমন ঘটেছে এই মহাবারুণী স্নান অনুষ্ঠানে। এখানে সীতাদেবীর মূল মন্দির ছাড়াও সীতারঘাট, রামমন্দির, কালি মন্দির এবং ত্রিনাথ বৃক্ষে ভক্তরা ঘুরেফিরে আনন্দ লাভ করেন। তাঁরা আরোও  জানান, উৎসবে আসা সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্হা করা হয়েছে।

সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ ব্রক্ষচারী সকলকে এই জাগ্রত মন্দিরকে একটি আর্ন্তজাতিক মহাতীর্থ স্থানে পরিণত করার আহবান জানান।

এদিকে উৎসব অঙ্গনে  মহাবারুণী স্নান উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২ টায়  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দির কমিটির আহবায়ক সমলেন্দু বিকাশ দাশ এর   সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত  এর  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং    হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্য সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু,  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  সুব্রত বিকাশ তনচংগ্যা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, সদস্য উজ্জ্বল ভট্টাচার্য্য,  ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব ডা: রতন কান্তি বিশ্বাস।

সর্বশেষ

মহান মে দিবসে সব মেহনতি মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষকে...

সরকার শ্রমিকের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার...

মহান মে দিবস: শ্রমিকদের অধিকার আদায়ের দিন আজ

বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় মে...

বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার৷...

অতি বাম-অতি ডানরা মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিকভাবে...

চন্দনাইশে হিট ষ্ট্রোকে বৃদ্ধের মৃত‍্যু

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে সৈয়দুল হক (৭১) নামে এক...

আরও পড়ুন

চন্দনাইশে হিট ষ্ট্রোকে বৃদ্ধের মৃত‍্যু

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে সৈয়দুল হক (৭১) নামে এক ব‍্যক্তি হিটষ্ট্রোক মারা গেছে।মঙ্গলবার (৩০ এপ্রিল ) দুপুরে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তিনি...

ঘুষ নিয়ে বরখাস্ত হলেন চকরিয়ার সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী

কক্সবাজারের চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এতিমখানার নামে বরাদ্দ...

উপজেলা নির্বাচনে লড়তে বটতলী ইউপি চেয়ারম্যান মান্নানের পদত্যাগ

আনোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।  পদত্যাগকারী চেয়ারম্যান হলেন , অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।...

মিরসরাইয়ে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে চেয়ারম্যান প্রার্থী নয়ন  

আগামী ৮ মে প্রথম ধাপে সারাদেশের ১৫২ উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায় গরমের তাপদাহের সাথে বাড়ছে ভোটের উত্তাপ। গ্রামে...