আনোয়ারা উপজেলায় দুই চোরাই গরুসহ দুর্ধষ ডাকাত সর্দার মোহাম্মদ আলীর ভাই সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, অভিযান চালিয়ে হাজিগাঁও এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.শওকতকে দুই চোরাই গরু সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নানান অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।