চকরিয়া উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার(৩১ মার্চ) সকাল ১০ টায় চকরিয়া উপজেলা মিলায়তন মোহনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার,সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক এম আর মাহমুদ,মং রাখাইন,দীলিপ লাল চক্রবর্তী ও উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ।এছাড়া সরকারি-বেসরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবার ৩১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।