Thursday, 19 September 2024

সাতকানিয়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত

আহত দুই সহোদর চমেক হাসপাতালে ভর্তি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় চাচাকে মারধরের প্রতিবাদ করায় অটোরিকশা করে আসা প্রতিবেশী মাদকসেবীর ছুরিকাঘাতে মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় অপর দুই সহোদর আনোয়ার হোসেন (৩৮) ও মো.শাহনেওয়াজ (৩২) ছুরিকাঘাতে আহত হন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

ছদাহা এলাকায় অভিযানে থাকা পুলিশ ও স্থানীয়রা
নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত আনোয়ার ও শাহনেওয়াজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আনোয়ারের অবস্থা আশংকাজনক।

নিহত ও আহতরা একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজিরপাড়ার মৃত মো.ইউনুসের ছেলে। শাহাদাত ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। আনোয়ার একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অপর ভাই শাহনেওয়াজের মিঠাদীঘি এলাকায় কুলিং কর্ণারের দোকান রয়েছে।

এ ঘটনায় পুলিশ নিহতের প্রতিবেশী মো.ইসমাইলের ছেলে তারেকুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেন।

আহত শাহনেওয়াজ বলেন, আমার চাচা আবু তালেব আমাদের বাড়ির পাশ্ববর্তী হিন্দু পাড়ার একটি বাড়িতে নৈশ প্রহরী হিসেবে থাকেন। প্রতিবেশী তারেক ও তার সঙ্গীরা প্রতিরাতেই মাদক সেবন ও বিক্রি করেন। গত সোমবার (২০নভেম্বর) রাতে চাচা, তারেকসহ তার দলকে ওই এলাকায় মাদক সেবনে নিষেধ করলে সে (তারেক) সহ তার দলবল চাচাকে মারধর করে আহত করেন। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে চাচা থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে তারেক নিজে অটো রিক্সা চালিয়ে আমার দোকানে এসে কেন চাচা থানায় অভিযোগ দিল তার কারণ জানতে চাই। এসময় তারেকের সাথে তার ভাই আজিজ ও শহীদসহ আরও ৩ জন ছিল। খবর পেয়ে আমার ভাই আনোয়ার ও শাহাদাত ঘটনাস্থলে আসলে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তারেকের হাতে থাকা ছুরির এলোপাতাড়ি আঘাতে আমরা ৩ ভাইই আহত হই। পরে সাদা পোষাকের পুলিশ ও স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। আনোয়ারের পেটে গুরুতর আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আমাকেও চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

পুলিশের হাতে গ্রেপ্তার অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত তারেকুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় উল্লেখ করে বলেন, সোমবার রাতে শাহাদাতের চাচার হাতে লাঠি কেড়ে নিয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিই। তাকে মারধর করা হয়নি। এছাড়া ছুরিকাঘাতে নিহত ও আহত করার বিষয়টিও সে অস্বীকার করেন। এ ঘটনায় শাহাদাত ও তার ভাইরা আমাকে বেদম মারধর করে।

কেরানীহাট আশশেফা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা.খাইরুল ইসলাম রিজভী বলেন, শাহাদাতের পেটের বাম পাশসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মনজুরুল ইসলাম বলেন, তারেক ও শাহনেওয়াজ নামে দুই ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারেক এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার রয়েছে একটা গ্যাং। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মারধরের শিকার হতে হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতাউল হক চৌধুরী বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। শাহাদাতের চাচাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে শাহাদাত নিহত ও তার অপর দুই ভাই আহত হন। এ ঘটনায় জড়িত তারেককে গ্রেপ্তার ও ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা বা অভিযোগ হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ দিয়ে দেওয়া হবে।

সর্বশেষ

গণহত্যায় উসকানির সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কবি,...

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ....

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক...

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সংক্রান্তে গণশুনানী করলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, ভূমি জঠিলতা নিয়ে...

আরও পড়ুন

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংক লিমিটেডকে বিশ্ব দরবারে রোল মডেল...

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেবে।জার্মান রাষ্ট্রদূত...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রত্যেক শহিদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহশেখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি...