Monday, 23 September 2024

জামায়াতকে মাঠে নামিয়ে সন্ত্রাসের প্রস্তুতি বিএনপির: কাদের

নির্বাচন কমিশনে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে মাঠে নামিয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীতে শনিবার আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘জামাতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরুব্বি বিএনপি। জামাতকে মাঠে নামিয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।’

প্রায় এক দশক পর ঢাকায় সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে জামায়াত সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল।

আরও পড়ুন : সংলাপ নিয়ে ভাবছে না আওয়ামী লীগ: কাদের

এক দশক পর জামায়াতে ইসলামীর সমাবেশের বিষয়ে বিএনপিকে লক্ষ্য করে ওবায়দুল কাদের বলেন, এর মানে দলটি আবারও আগুন সন্ত্রাস এবং ভাঙচুরের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মাথায় তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত আর সরকারের পদত্যাগ এই তিন ভূত ঢুকেছে। শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে।

জনগণ যাকে ক্ষমতায় রাখবে, তাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না বলেও বিএনপি নেতাদের লক্ষ্য করে হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি খেলার মাঠে না এসে ফাউল খেলা শুরু করেছে। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন বিএনপির পালাবার সুযোগ থাকবে না।

বিদেশে পলাতক তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান অর্থ পাচার করে পালিয়েছে। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে বসে ফখরুলকে ফরমায়েশ দিচ্ছে। সৎসাহস থাকলে বিদেশ থেকে দেশে আসুন। রাজপথে মোকাবেলা হবে।

বিএনপি আবারো ক্ষমতায় গেলে দেশের মানুষকে আগের মতো বিদ্যুতের বদলে খাম্বা দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় সংলাপের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তো বিএনপিকে সংলাপে ডাকছে না। সরকার পদত্যাগ করলে কার সাথে সংলাপে বসবে বিএনপি? অবান্তর কথা বলছেন মির্জা ফখরুল।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে আওয়ামী লীগ ভয় পায় না- মন্তব্য করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তাই কোন ভয় নেই আওয়ামী লীগের। অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই নির্বাচন বানচালের কারো সাধ্য নাই। যারা এই নির্বাচন করতে চায় না তারা দেশের ভালো চায় না, তারা গায়ের জোরে ক্ষমতা চায়। শেখ হাসিনার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলা হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, নির্বাচন নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বিএনপি। কিন্তু দেশের মানুষ বিএনপিকে চেনে। সতর্ক থাকতে হবে। তাদের সরকারের সময় দেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিলো।

তিনি বলেন, বিদেশি কোনো কোনো রাষ্ট্র দেশের রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সেটা সহ্য করবে না

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিএনপি। জাতীয় নির্বাচন যখনই আসে তখনই তারা ষড়যন্ত্র করে। নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।

সর্বশেষ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে...

নদী থেকে বালি উত্তোলন জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে:রিজওয়ানা হাসান

ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে...

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ড. ইউনূস

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে...

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল (২২) নামের এক মোটরসাইকেল...

ম্যানগ্রোভ ও শ্রম সংস্কারে ডেনমার্কের সহায়তা চাইলেন অধ্যাপক ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রম সংস্কার ও...

বাংলাদেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ

কারওয়ান বাজারের জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই (Artificial intelligence)...

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তার আশ্বাস জাতিসংঘের

ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তাতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।রোববার...

‘ইলিশ রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল’: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যে পরিমাণ ইলিশ রফতানি...

অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির প্রতিশ্রুতি স্থানীয় সরকার উপদেষ্টার 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বাংলাদেশে এমন একটা পরিবেশ বিনির্মাণ করা হবে যাতে...

সম্পদের হিসাব ভুল দিলে চলে যাবে সরকারি চাকরি

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের সম্পদের ভুল হিসাব জমা দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে। এক্ষেত্রে চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব...