শুক্রবার, ৯ মে ২০২৫

আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই প্রথম ওয়ানডের জন্য প্রস্তুত দুই দল। তবে চেমসফোর্ডে লক্ষ্য অভিন্ন সবার। বিশ্বকাপের আগে আসন্ন সিরিজগুলোকে প্রস্তুতি হিসেবে নিয়েছে টাইগাররা। তাই জয়ের চেয়েও প্রক্রিয়া ঠিক রাখার দিকেই মনোযোগ হাথুরু বাহিনীর।

অন্যদিকে সিরিজে হারলে বিশ্বকাপে অংশগ্রহণ কঠিন হয়ে যাবে আইরিশদের। তাই কন্ডিশন কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া বালবার্নি বাহিনী। মঙ্গলবার (৯ মে) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

ঘরের মাঠে তিন সিরিজ জিতে আসায় টাইগারদের ওপর প্রত্যাশার চাপটা এবার বেশি। কিন্তু সিরিজ শুরুর আগে থেকেই কোন কিছু পক্ষে নেই বাংলাদেশের। একদিন প্রস্তুতির পর থেকেই বেরসিক বৃষ্টিতে আটকে যায় অনুশীলন। ইনডোরে গা গরম করেই নিজেদের প্রস্তুত করেছেন তারা। তবে অধিনায়কের স্পষ্ট কথা, সিরিজের প্রস্তুতিতে সমস্যা হবে না। টানা খেলার মধ্যে থাকায় আপাতত মানসিক প্রস্তুতিটাই আসল ক্রিকেটারদের কাছে।

ম্যাচের আগের দিন হলেও প্রথমবার চেমসফোর্ডের দর্শন পাওয়ায় বেশ খুশি টাইগার ক্রিকেটাররা। উইকেট দেখে নিয়েছেন কোচ-ক্যাপ্টেন, সে অনুসারেই সাজাবেন রণ পরিকল্পনা। ব্যাটার না বোলার কিসের আধিক্যের দিকে যাবে বাংলাদেশ, সেটা স্পষ্ট না হলেও স্বাভাবিকের তুলনায় স্কোয়াডে যে একজন পেসার বাড়বে তা আভাস দিচ্ছে আবহাওয়া।

উইকেট প্রসঙ্গে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘উইকেট বেশ ভালো। বৃষ্টির কারণে কাভার করা ছিল, তাই একটু গ্রাসি। ম্যাচের আগে বোঝা যাবে কি অবস্থা দাঁড়ায়। মাঠ একদিকে ছোট, বোলারদের ভালো লাইন-লেংথ মেইন্টেন করতে হবে। মিরাজ-সাকিব আমাকে স্কোয়াড সাজাতে অনেক সাহায্য করছে। তাদের কারণে আমি এক্সট্রা বোলার অথবা ব্যাটার নিতে পারব। তবে ম্যাচ গ্রাউন্ডে অনুশীলন করেছি মাত্র একদিন, এটা সমস্যা হতে পারে। তবে আন্তর্জাতিক সূচিতে সব কিছু মানিয়ে নিতে হবে।’

বাংলাদেশের চিন্তার জায়গা হতে পারে ব্যাটিং। বিশেষ করে টপ অর্ডার। ইংল্যান্ডে এসময় স্বাভাবিকের চেয়ে বেশি সুইং করে সাদা বল। আর ম্যাচগুলো স্থানীয় সময় সকালে হওয়ায় প্রথম ১৫ ওভার ভালোই বেগ পেতে হবে ব্যাটারদের। সেক্ষেত্রে দায়িত্বটা নিতে হবে ক্যাপ্টেনকেই। সঙ্গে শান্ত, লিটনরা তো আছেনই।

স্কোয়াড প্রসঙ্গে কোচ বলেন, ‘একাদশ আমার মাথায় প্রস্তুত আছে। তবে ম্যাচ ডে’তে উইকেট দেখেই সিদ্ধান্ত চূড়ান্ত করব। ব্যাটারদের ফর্ম নিয়ে খুব ভাবনা নেই। দুই-একজন হয়তো স্ট্রাগল করছে, তবে ভিন্ন কন্ডিশনে এগুলো নিয়ে ভাবছি না। বিশ্বকাপে কন্ডিশন এমন থাকবে না, তাই এখানে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করার ইচ্ছে নেই। মৃত্যুঞ্জয়কে দেখে মনে হচ্ছে সে ভালো ছন্দে আছে। আরও কিছু সময় থাকুক এ পরিবেশে, দেখা যাক কি হয়।’

ঘরের মাঠে বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে ইংল্যান্ডের শরণাপন্ন হয়েছে আইরিশরা। কিন্তু এখানেও এখন একই সমস্যা। তবে শেষ মুহূর্তে এসব নিয়ে ভাবার উপায় নেই বালবার্নির দলের। বিশ্বকাপের টিকিট সরাসরি পেতে হলে সিরিজটা জিততেই হবে তাদের। লক্ষ্যও তাই সেটাই। ইনজুরি আয়ারল্যান্ডের অনেককে কেড়ে নিলেও, আইপিএল মাতানো জশুয়া লিটল স্কোয়াডে যোগ হওয়ায় স্বপ্নবাজ স্বাগতিকরা।

পুরো সিরিজেরই মূল কুশিলব হয়ে উঠতে পারে বৃষ্টি। অন্তত চেমসফোর্ড-এর আবহাওয়া অফিসের বার্তাটা এমনই। ম্যাচের দিন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৫ দিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে ফেরি চলাচল 

ড্রেজিং কাজের জন্য  আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬ টা...

চট্টগ্রামে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার...

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ফ্রি মেডিকেল ক্যাম্প এখন কক্সবাজারে

কক্সবাজার জেলায় বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা প্রদানের লক্ষ্যে বন্দরনগরীর...

২৪ এর অর্জন ছিনতাইয়ের চেষ্টা করলে গোটা বাংলাদেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলা হবে

রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যাবস্থ।আজ বাংলাদেশ স্বাধীনতার প্রায়...

বোয়ালখালীতে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে...

চাকসু ও হল সংসদে সংস্কার প্রস্তাবনা দিল চবি ক্লাব এলায়েন্স 

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল...

আরও পড়ুন

চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ 

সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা...

চট্টগ্রামে শুরু হলো অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় চট্টগ্রামে শুরু হয়েছে 'অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ২০২৫'।আজ ২৭ এপ্রিল (রবিবার) চট্টগ্রামের সরকারি...

মাদকমুক্ত সমাজ গড়তে ছেলেমেয়েদের খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে-মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, 'মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল লেভেলে ছেলেমেয়েদের ক্রিড়ার সাথে সম্পৃক্ত করতে...

তামিমের বিসিবি তিরস্কার: ‘খেলোয়াড়দের এভাবে অপমান করা যায় না

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিং তদন্ত, তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এবং ক্রিকেটারদের ব্যক্তিগত সম্মান...