চকরিয়ায় বালু উত্তোলনের দায়ে পেলোডার ও ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকাল ২ টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ানের নেতৃত্ব চকরিয়ার মাতামুহুরি নদীর বেতুয়া বাজার পয়েন্টে অবৈধভাবে বালি উত্তোলন বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১ টি পেলোডার ও ২ টি ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়।
এসময় বালি ও মাটি উত্তোলন ব্যাপারে অভিযোগ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আলোকে জড়িত ব্যক্তিদেরকে ভ্রাম্যমাণ আদালত ৪ টি মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে এবং সে অর্থ আদায় করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন, পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।কারণ আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে।