চকরিয়ায় পৃথক দুইটি অভিযান চালিয়ে দুই হাজার আট’শ পঁচিশ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) গভীর রাত থেকে সকাল এগারোটা পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজরা বন বিভাগের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী রিলাক্স বাসে তল্লাশি চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার খুরুশকুল বঙ্গবন্ধু বাজার এলাকার মোঃ হোসেন (৫৫)। অপর আরেকটি অভিযানে সকাল এগারোটায় একই এলাকায় যাত্রীবাহী পূরবী বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা সহ ঢাকার নবাবগঞ্জ থানার আলগীরচর এলাকার বেলায়েত হোসেন (৪৮)কে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী।