চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ নারীসহ ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দীপক আচার্য ও তার চার মেয়ে জয়ষী আচার্য, পুষ্পিতা আচার্য, মধুমিতা আচার্য ও কম্পিতা আচার্য, রাজিয়া বেগম ও তার দুই ছেলে মুহাম্মদ একরাম ও মোহাম্মদ আয়াত উদ্দিন, মো. আব্দুল মান্নান, আবুল কাশেম, মো. মুজাহিদুল ইসলাম প্রকাশ রকি, আব্দুল মান্নান।
সীতাকুণ্ড থানার এসআই সামিউর রহমান বলেন, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।