চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দীর্ঘ ১০ বছর পর আজ জনসমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। প্রায় পুরো চট্টগ্রামজুড়ে রয়েছে নেতাকর্মীদের ছবি দিয়ে জনসভার প্রচারণা। চট্টগ্রাম আওয়ামী লীগ এরইমধ্যে ঘোষণা দিয়েছে দশ লাখ লোক সমাগম করার।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, পলোগ্রাউন্ড মাঠের আশপাশে অনেক লোক সমাগম ঘটবে। তাদের যুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেসব প্রকল্পের সরাসরি সুবিধা পেয়েছেন চট্টগ্রামবাসী। তাই শুধু দলীয় লোক নয় আপামর চট্টগ্রামবাসী এই জনসভায় যোগ দিতে ইচ্ছুক। মাঠে উপস্থিত থেকে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চান। মহানগর আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, স্মরণকালের সবচেয়ে সফল জনসভা হবে চট্টগ্রামে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য চট্টগ্রামবাসীকে বিশেষ বার্তা দেবেন। উন্নয়নের কথা তুলে ধরবেন ও তাদের কাছে আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করবেন। দলীয় নেতারা জানান, আমরা আশা করি চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর এ বার্তাকে ইতিবাচকভাবেই নেবেন এবং তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিপুল ভোটে বিজয়ী করবেন।
চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, জনসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যে লোকসমাগম হবে তাতে মাঠ পেরিয়ে ছড়িয়ে যাবে শহরের আনাচে-কানাচে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। প্রায় একই সুরে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, ১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। এবার তিনি আসছেন এক বদলে যাওয়া চট্টগ্রামে। আমূল পরিবর্তন হওয়া এ চট্টগ্রামে উন্নয়ন হয়েছে আশাতীত। তাই প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে মানুষ জনসমাবেশে উপস্থিত থাকবেন।
দেশে উন্নয়ন হয়নি, বাংলাদেশ শ্রীলংকার পথে যাচ্ছে-দাবি করে বিএনপি নেতারা সারা দেশ ঘুরে জনগণকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার ডাক দিচ্ছেন। এমন একটি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীকে তাদের নিজের আয়নায় দেখাবেন উন্নয়নের বাস্তব চিত্র। সেই আয়োজনেই আজ তিনি বন্দরনগরী চট্টগ্রামে আসছেন। বিকালে ভাষণ দেবেন ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের জনসভায়। সেখানে চট্টগ্রামের উন্নয়নে গৃহীত সব প্রকল্পের চিত্র এক এক করে তুলে ধরবেন শেখ হাসিনা। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। দেড় মাস আগে (১২ অক্টোবর) এই পলোগ্রাউন্ড মাঠেই বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা এ সরকারের সমালোচনা করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরতে এবং বিএনপির ‘মিথ্যাচার’র জবাব দিতে সংসদ নির্বাচনের আগে সারা দেশ সফরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে জনসভায় আজ ভাষণ দেবেন শেখ হাসিনা। সেই সঙ্গে ৩০টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া আজ চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ৮৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২৪ নভেম্বর তিনি যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করেন। ৭ ডিসেম্বর সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে আরেকটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার এই জেলা ও মহানগর সফর কর্মসূচি চলতেই থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।