চট্টগ্রাম নগরীর চকবাজার আঁচল ছাত্রী নিবাসের এক ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার দায়ে শচিন বড়ুয়া নামে এক যুবককে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২০ নভেম্বর ) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত শচিন বড়ুয়া রাউজান উপজেলার পাহাড়তলীর মহামুনি এলাকার রতন কান্তি বড়ুয়ার ছেলে।
জানা যায়, আসামি শচিন বড়ুয়া কিশোরীর আপত্তিকর ছবি সংগ্রহ করে। সেই আপত্তিকর ছবি শচিন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই কিশোরীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। এরপরই ওই কিশোরীর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।
তিনি বলেন, অভিযুক্ত শচিন বড়ুয়াকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (২) ধারায় পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একই মামলায় ৮ (৩) ধারায় একই আসামিকে এই মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪৫ ধারায় অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে মামলার বাদী প্রাপ্ত হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোবিন্দ নারায়ন রায় জানান, ২০২০ সালের ৫ মার্চ শচিন বড়ুয়ার নামে চকবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলাটি করেন।