চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার সড়ক, বায়েজিদ বোস্তামী বাজার সড়ক, নাসিরাবাদ শিল্প এলাকা ও পলিটেকনিকেল এলাকায় অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)।
মঙ্গলবার ৮ নভেম্বর ২২ ইং সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জনস্বার্থে এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।