Friday, 15 November 2024

অলংকার মোড়ে র‌্যাবের ওপর হামলা, ৫ মাদক বিক্রেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামের অলংকার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাব-৭ এর সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মিজানুর রহমান, ইমরুল চৌধুরী ইমন, আজাদ মিয়া, ফয়জুল ইসলাম মাসুদ ও বেলায়েত হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের একটি দল টহল ডিউটি পালন করেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় মাদক কেনাবেচার সময় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখে পালানোর সময় তারা মিজানুরকে গ্রেফতার করেন। এ সময় মিজানুর রহমানের পকেট থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া বাকি চারজন ফিরে এসে মিজানুরকে ছিনিয়ে নিতে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। র‌্যাব সদস্যরা মিজানুরকে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেন।
স্থানীয় জনতার সহযোগিতায় বাকি চারজনকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ, ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমতউল্লাহ বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতে এ মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিলু কান্তি দাশ বলেন, অলংকার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাব-৭ এর সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে মিজানুর রহমানকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাকি চার আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। প্রত্যেককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একই ঘটনায় মাদক আইনে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ

চকরিয়ার বিষফোঁড়া সিএনজি -টমটম স্টেশন

পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পৌরশহরের যানজট যেনো নিত্য...

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গণপ্রকৌশল দিবস  এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)'র ৫৪...

চন্দ্রঘোনা থানায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  দুই বছর...

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন...

আরও পড়ুন

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১৪...

রাজনৈতিক দলের কর্তব্য অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা : নাহিদ ইসলাম

জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ...

রাজনৈতিক বক্তব্যদানে হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে ঢাকার আহ্বান

ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘন ঘন রাজনৈতিক বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ভারত সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।পররাষ্ট্র...

বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান: জব্দ বিপুল অস্ত্র ও গোলাবারুদ

বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফের আস্তানায় সেনা অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)...