গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Friday, 3 May 2024

কর্ণফুলীতে চেয়ারম্যান পদে পুরোনো, সাধারণ ও সংরক্ষিত পদে নতুন

মো. মহিউদ্দিন

আগামী ২রা নভেম্বর ইভিএমে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আরও বাকি ৩৭ দিন মতো। এরমধ্যে ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লেখা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের একটি নামের তালিকা।

এটা নিয়ে বিভিন্নজন আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ তার রাজনীতি বিমুখতা, প্রচারবিমুখতার কথা উল্লেখ করেছেন। কেউ আবার উল্লেখ করেছেন, ঘুরে ফিরে সব একই।

রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী স্বাক্ষরিত এক প্যাডে তালিকা প্রকাশ পায়। বিষয়টি আবার মুঠোফোনে নিশ্চিত করছেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।

বিভিন্নজনের ফেসবুক ওয়াল ও দলীয় প্যাডে লিখা তালিকা অনুযায়ী কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরীকে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা আক্তার নয়নকে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।

দলীয় সূত্রে জানায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েেই নির্বাচন করবে। কিন্তু ভাইস চেয়ারম্যানের দুটি পদে (সাধারণ ও সংরক্ষিত) পদে উন্মুক্ত প্রার্থী থাকবে।

এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘এটা কিভাবে ফাঁস হয়েছে জানি না। আজকে আমরা তালিকাটা পেলাম। তবে চেয়ারম্যান পদে শুধু নৌকার মনোনয়ন দেয়া হবে। প্যাডে হয়তো ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সম্ভাব্য নাম উল্লেখ করেছেন। যা শুধুমাত্র দলের সুপারিশ।’

বিষয়টি জানতে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী’র মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। এরআগে ২০১৭ সালের ২০ আগস্ট উপজেলা গঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

মহান মে দিবসের অতৃপ্ত প্রাপ্তি ও অজেয় ভাবনা

মহান মে দিবস, ১৮৮৬ ইংরেজি সালে আমেরিকার শিকাগো শহরে...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১, কারাদণ্ড

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি...

১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু...

আখতারুজ্জামান চৌধুরী বাবুর জন্মদিন আজ

বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৯ তম জন্মদিন...

বোয়ালখালীতে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন দাখিল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের বোয়ালখালী...

কর্ণফুলীতে যাত্রা শুরু করল রেস্টুরেন্ট ‘কর্ণফুলী ফুড জোন’

চট্টগ্রামে কর্ণফুলীর ফকিরনীর হাটে শুরু হলো ‘কর্ণফুলী ফুড জোন'...

আরও পড়ুন

বোয়ালখালীতে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন দাখিল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীসহ ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের...

কর্ণফুলীতে যাত্রা শুরু করল রেস্টুরেন্ট ‘কর্ণফুলী ফুড জোন’

চট্টগ্রামে কর্ণফুলীর ফকিরনীর হাটে শুরু হলো ‘কর্ণফুলী ফুড জোন' রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা। এটি উপজেলার প্রথম আধুনিক রেস্টুরেন্ট।বৃহস্পতিবার (০২ মে) সকালে বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান...

চন্দনাইশে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ দিনে চট্টগ্রামের চন্দনাইশে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এ উপজেলায়...

সাগর উপকূলীয় গুলিয়াখালী সৈকতের ধারে ‘সবুজ চুড়ি আন্দোলনের ২৫’শ তালগাছ রোপন 

সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালীতে 'সবুজ চুড়ি আন্দোলন'র উদ্যোগে ২৫'শ তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।বৃহস্পতিবার...