চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় জেলা প্রশাসনের ১ নম্বর খতিয়ানভুক্ত জায়গা অবৈধ দখলমুক্ত করলো প্রশাসন।
শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান অভিযান পরিচালনা করে ওই জবর দখলকৃত জায়গার স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
এসময় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরখালী-মহেশখালী চ্যানেল থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনও গুড়িয়ে দেয়।
চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান বলেন,সরকারি জায়গা দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।তিনি আরো বলেন,ভুমিদুস্যরা যাতে অবৈধভাবে কারো জায়গা দখল করতে না পারে জন্য উপজেলা প্রশাসনের অভিযান সবসময় চলমান থাকবে।