সারাদেশে গত আগস্টে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জন নারী ও ৬৯ জন শিশু রয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জন, ১০৯ জন পথচারী এবং যানবাহনের চালক ও সহকারী রয়েছেন ৯৪ জন। এ ছাড়া ১১টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত ও ছয়জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার পেছনে ১০টি প্রধান কারণ উল্লেখ করেছে ফাউন্ডেশনটি।
এগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না-জানা ও না-মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।