বিশ্বে চলমান অর্থনৈতিক সংকটের সময় বিশ্ববাজারের তুলনায় অর্ধেকেরও কম দামে বাংলাদেশকে পরিশোধিত ডিজেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। বিগত সপ্তাহে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফ্ট অয়েল যে প্রস্তাব দিয়েছে, তাতে ভ্যাট ও ট্যাক্স ছাড়া প্রতি লিটার পরিশোধিত ডিজেলের দাম পড়বে ৩৫ টাকার সামান্য বেশি যা সব কর ও অন্যান্য খরচ যোগ হলেও ৫০ টাকার মধ্যেই থাকবে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বুঝেশুনেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। কেননা বড় দেশগুলো রাশিয়া থেকে তেল কিনতে সাহসী হলেও বাংলাদেশের মতো দেশের জন্য তা খুব একটা সহজ নয়।তাই রাশিয়া থেকে ডিজেল আমদানি নিয়ে সুক্ষ্ম হিসাব-নিকাশ না করে সিদ্ধান্ত নিতে চাইছে না বাংলাদেশ। কারণ বাংলাদেশের রপ্তানির প্রধান অংশই যায় পশ্চিমা দেশগুলোতে। তাই কম দামে রাশিয়া হতে তেল কিনতে গিয়ে সেই রপ্তানিতে প্রভাব পড়ে কি না, সেটিই প্রধান দুশ্চিন্তার বিষয়।রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরবর্তী রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটিও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে আরও ভাবতে বাধ্য করছে। রাশিয়ার দেওয়া প্রস্তাবটি যাচাই করতে একটি কমিটিও গঠন করেছে সরকার। অচিরেই ঢাকায় আসবে রোসনেফ্ট প্রতিনিধি দল। এছাড়াও বাংলাদেশে ডিজেলের পাশাপাশি অপরিশোধিত তেল পাঠানোর সম্ভাব্যতাও যাচাই করতে চাইছে আরেকটি রুশ বিশেষজ্ঞ দল। সেই বিশেষজ্ঞ দলটি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা যাচাই এবং রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনে করণীয় ঠিক করবেন।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তুলনামূলক কম দামে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ছাড়াও কিছু দেশ এমনকি প্রাইভেট সেক্টর থেকেও আমরা একাধিক প্রস্তাব পেয়েছি। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) দায়িত্ব দেয়া হয়েছে। তারা প্রস্তাবগুলো যাচাই করছে। পূর্বে পরিশোধনের সক্ষমতা না থাকায় আমরা রাশিয়ান অপরিশোধিত তেলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। বর্তমানে আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় রাশিয়ার মুদ্রা রুবলে তেল কেনার আগ্রহের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে রাশিয়ার প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছেন তিনি। রুশ কোম্পানির কাছ থেকে প্রস্তাব পেয়ে গত সপ্তাহেই ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সঙ্গে বৈঠক করে বিপিসি। বৈঠকে প্রস্তাবটি বিশ্লেষণের জন্য বিপিসির মহাব্যবস্থাপক (কমার্শিয়াল অ্যান্ড অপারেশনস) মোস্তফা কুদরত এলাহীর নেতৃত্বে একটি দল গঠন করা হয়।
এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন, আমাদের এক্সপোর্টের বড় মার্কেট ইউরোপ ও আমেরিকা হওয়ায় রাশিয়া হতে জ্বালানী তেল আমদানীর বিষয়টি ইউরোপ ও আমেরিকা কোন দৃষ্টিতে নেবে এটা একটা বড় বিবেচ্য বিষয়। তেল আমদানীর বিষয়টির প্রভাব রপ্তানী বানিজ্যের ওপর পড়বে কি না তা ভেবেচিন্তে এগোতে হবে।
তেল আমদানীর বিষয়ে সাবধানতার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, রাশিয়ায় মুদ্রা রুবল খুব একটা পাওয়া যাবে না। চীনের মুদ্রা ইউয়ান কিনে তা দিয়ে তেলের দাম পরিশোধ করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক সেনসিটিভিটিকে বিবেচনায় নিতে হবে। কারণ, বাংলাদেশের রপ্তানি বানিজ্যের ৮০ শতাংশে বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপে।
বিপিসির তথ্যানুসারে জানা যায়, রাশিয়ান রোসনেফ্ট প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেল ৫৯ ডলার দরে চট্টগ্রামে তেল পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এক ব্যারেল সমান ১৫৯ লিটার। সেই হিসাবে প্রতি লিটার পরিশোধিত ডিজেলের দর পড়ে ৩৫ টাকা ২৫ পয়সার কিছু বেশি। প্রস্তাবিত দরের সঙ্গে ব্যারেলপ্রতি ৩ ডলার প্রিমিয়াম (জাহাজ ভাড়া, বিমা, লোড-আনলোড, ঝুঁকি ও ব্যাংক সুদ) এবং ৩৮ শতাংশ ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে। সে হিসাবে ভ্যাট ও ট্যাক্স বাদে লিটারপ্রতি ডিজেলের দর হবে ৫০ টাকার কিছু বেশি। সরকার জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি প্রস্তাব তৈরি করতে বলেছে। সে অনুসারে ভ্যাট ও ট্যাক্স কমানো হলে প্রতি লিটার রুশ ডিজেলের দর ৫০ টাকার নিচে নেমে আসবে।
বর্তমানে বিপিসি কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারত এই আটটি দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। বর্তমানে প্রতি ব্যারেল ডিজেল আমদানি করতে বাংলাদেশের ১২৫ ডলার আর অপরিশোধিত ক্রুড অয়েল আনতে ৯০ ডলার খরচ পড়ছে। সেই হিসাবে প্রতি লিটার ডিজেলের আমদানি ব্যয় পড়ছে ১২২ টাকা ১৩ পয়সা, যা বিক্রয়মূল্য ১১৪ টাকার চেয়ে ৮ টাকা বেশি।
বাংলাদেশে ২০২০-২১ অর্থবছরে ৬১ লাখ টনের বেশি জ্বালানি তেল আমদানি করা হয়। এর তিন-চতুর্থাংশই পরিশোধিত তেল। দেশে ব্যবহৃত তেলের ৭০ শতাংশের বেশি ডিজেল। দেশে ৫৫ লাখ টনের বেশি ডিজেল প্রয়োজন পড়ে। এর ৪৫ হাজার টনই আমদানি করা। ইউক্রেন- রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারত ৩৫ শতাংশ ছাড়ে এই তেলের বড় আমদানিকারক হয়ে উঠেছে। এছাড়াও বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারও সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির ঘোষণা দিয়েছে।