কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় মো. বিজয় (২২) নামের মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী।
সোমবার বেলা বারোটার দিকে উপজেলার দরবেশ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ জব্দ করেছে ট্রাকটি।
নিহত বিজয় কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন হোসেনপুর এলাকার মো. বেলালের ছেলে। সে মহেশখালী মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরর্ত ছিলেন বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হন। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।