কক্সবাজারের টেকনাফে শিশুকে গনধর্ষণের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুর রহিম এ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) একরামুল হুদা জানান, ২০০৩ সালের ৩ এপ্রিল টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় পাহাড়ে লাকড়ি কুড়িয়ে আসার সময় ৯ বছরের এক শিশুকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামীরা।উক্ত ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নূর মোহাম্মদ, নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়া এই চারজনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর পর আজ এ মামলার রায় প্রদান করা হয়।মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়া টেকনাফের হ্নীলার লেদার বাসিন্দা।