নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল উৎপানকারী প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলেনে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, গত কয়েকদিন ধরে মিডিয়ায় তেলের দাম নিয়ে খবর ছাপা হচ্ছে। কিন্তু বিশ্ববাজারে দামের তারতম্য নিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে না।
তেলের দাম না বাড়িয়ে উপায় ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, অস্বাভাবিক হারে তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে সত্যি। কিন্তু দেশে মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন হয়, বাকি ৯০ শতাংশই আসে বাইরে থেকে।
প্রসঙ্গত, গত ৫ মে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন তেলের দাম নির্ধারণ করে দেয়।
এতে লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়। ৭ মে থেকে বাজারে এ দাম কার্যকর হয়েছে।