নগরীরর ডবলমুরিং থানার ডিটিরোড এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ভর্তি ট্রাকসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহাদৎ হুসেন রাসেল।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ নুরনবী ও মোঃ আসলাম হোসেন কে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহারিত মিনি ট্রাকটি জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।