ফটিকছড়িতে দোকান উদ্বোধনে এবার মিষ্টির পরিবর্তে চাউল বিতরণ করা হয়েছে। উপজেলার নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে মোহাম্মদীয়া ডেকোরেটার্স নামে নতুন একটি দোকান উদ্বোধন করতে গিয়ে এসব চাউল বিতরণ করা হয়।
সংযমের মাস রমজানে মিষ্টির পরিবর্তে দুস্থদের মাঝে চাউল বিতরণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২ এপ্রিল) বিকালে দোকানটির উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এলাকার দুস্থদের হাতে চাউলের ব্যাগ তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু আহমদ, মাস্টার মুহাম্মদ আলমগীন, ব্যাবসায়ী নেতা আবুল মনসুর, প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আব্দুল ওহাব প্রমূখ।
এ বিষয়ে আব্দুল ওহাব বলেন, বর্তমানে বাজারে চাউলের দাম বেড়ে গেছে। পাশাপাশি রোজাও চলে এলো। খেটে খাওয়া মানুষ গুলো যাতে পরিবার পরিজন নিয়ে রমজান মাসে পেট ভরে সেহেরী খেতে পারে সেই চিন্তা মাথায় রেখে দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে মিষ্টির পরিবর্তে চাল বিতরণ করেছি।