আইপিএলে অভিষেক ম্যাচেই দুর্ধর্ষ লড়াই উপহার দিল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটানস। তবে শেষ হাসি হাসলেন হার্দিক পান্ডিয়ারা। সোমবার রোমাঞ্চকর ম্যাচে গুজরাত ৫ উইকেটে হারাল লখনউকে।
প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন সুপার জায়ান্টস ৬ উইকেটে তোলে ১৫৮ রান। দুর্দান্ত ব্যাটিং করেন দীপক হুদা (৫৫) ও নবাগত আয়ূষ বাদোনি (৫৪)। জবাবে গুজরাতের শুরুটা ভালো হয়নি। ওপেনার শুভমান গিল খাতা না খুলেই ডাগ-আউটে ফেরেন। ব্যর্থ বিজয় শঙ্করও (৪)। ক্যাপ্টেন হার্দিকের সংগ্রহ ৩৩। শুরুটা ভালো করেও ৩০ রানে আউট হন ম্যাথু ওয়েড। একটা সময় জয়ের জন্য গুজরাতের প্রয়োজন ছিল ৫ ওভারে ৬৮ রান। রাহুল তেওয়াটিয়া ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে আস্কিং রেট এক ঝটকায় অনেকটা নেমে আসে। ঠিক তখনই পাল্টা আঘাত হানে লখনউ। মিলার আউট হন ৩০ রানে। তবুও দু’বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত (১৬১/৫)। তেওয়াটিয়া ৪০ ও অভিনব মনোহর ১৫ রানে অপরাজিত থাকেন।
দল জিততে না পারলেও মন জিতেছেন লখনউয়ের দুই ব্যাটসম্যান দীপক হুদা ও আয়ূষ বাদোনি। পঞ্চম উইকেটে এই জুটি যোগ করে ৮৭ রান। অর্ধশতরান পূর্ণ করতে দীপকের লেগেছে ৩৬টি বল। আর আয়ূষ ৩৮ বলে হাফ-সেঞ্চুরি হাঁকান।
একটা সময় লখনউয়ের রান ছিল ৪ উইকেটে ২৯। একে একে ফিরে গিয়েছেন ক্যাপ্টেন লোকেশ রাহুল , কুইন্টন ডি’কক , এভিন লুইস ও মণীশ পাণ্ডে। দিনের প্রথম বলেই রাহুলকে ফেরান সামি। তারপর ডি’কক (৭)। গুজরাতকে তৃতীয় সাফল্য এনে দেন বরুণ অ্যারন। স্কোয়ার লেগে দুরন্ত প্রয়াসে এভিন লুইসের (১০) ক্যাচ ধরেন শুভমান গিল। ৬ রানে মণীশ পাণ্ডে বোল্ড হন সামির দুরন্ত ডেলিভারিতে। একটা সময় মনে হচ্ছিল, শতরানের গণ্ডিও টপকাতে পারবে না লখনউ। ঠিক তখনই দীপক-আয়ূষ জুটি পাল্টা আঘাত হানেন গুজরাত শিবিরে। ৪১ বলে ৫৫ রান করে দীপক আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান আয়ূষ। সমসংখ্যক বলে তাঁর সংগ্রহ ৫৪। ক্রুনাল ১৩ বলে ঝোড়ো ২১ রান যোগ করেন। সামি নেন তিনটি উইকেট।