Friday, 15 November 2024

বঙ্গবন্ধুর আর্দশ ও চেতনা হৃদয়ের গভীরে লালন করতে হবে: আ জ ম নাছির

সিনিয়র রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, যে মানের বীজ রোপন করা হবে সেই মানের ফলন হবে।

বঙ্গবন্ধু গুণগত মানসম্পন্ন বীজ বপন করেছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তার ফলন প্রাপ্তি সম্ভব হয়েছিল। তিনি আরো বলেন, আমরা আজ অনেকেই বঙ্গবন্ধুর জন্য মায়াকান্ন করি কিন্তু তাকে অন্তরে ধারণ করি না।

বঙ্গবন্ধুর কারনেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুর আর্দশ ও চেতনা হৃদয়ের গভীরে লালন করতে হবে।

আমরা বক্তৃতায় খুব সুন্দর কথা বলি এবং অনেক ভালো পরামর্শ ও উপদেশ দিই কিন্তু কাজের ক্ষেত্রে নিজে তা করি না। এই মানসিকতা অব্যশ্যই পরিবর্তন করতে হবে। তিনি আরো উল্লেখ করেন, আমরা একে অপরকে ঘায়েল করি এবং অহেতুক চরিত্র হরণ করি। অথচ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ততটা সরব নই। এর ফলে সংগঠন ক্ষতিগ্রস্থ হবে এবং হয়েছেও। আমাদের আরো মনে রাখতে হবে আমরা কোন ব্যক্তির অনুসারী নই; আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা অনুসারী।

সভায় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে আছে, তারা সরকারের উন্নয়ন প্রকল্পের অর্থ নয়-ছয় করছেন। তারা ওয়াসার অধীনে মোহরায় শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন তবে উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, ১৪ দলীয় নেতৃবৃন্দ ও শ্রেণি-পেশাজীবিদের আমন্ত্রণ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তা বিনিমার্ণের মূল কারিগর। তিনি বুঝেছিলেন, স্বাধীন নিজস্ব ভু-খন্ড ছাড়া বাঙালির পরিপূর্ণ মুক্তি ও ভাগ্য পরিবর্তন হবে না। তাই পাকিস্তানী শাসনামলের ২৩ বছর বঙ্গবন্ধু ধাপে ধাপে স্বাধীণতার লক্ষ্যপূরণে এগিয়ে যাচ্ছিলেন এবং তার ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি মুক্তির সনদ বাস্তবায়নে প্রাণিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালনোপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর

আজ ১৭ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুকে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি একারণেই বলি তার জন্মের মাধ্যমেই শতবর্ষ আগে বাঙালি জাতিসত্তার ভিত্তি সোপানে নির্মিত হয়েছিল এবং এটাই ইতিহাসের বাস্তবতা। এই বিশ্বাস ও সত্যকে আমাদের উপলদ্ধি ও ধারণ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌদুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, রোটারিয়ান মো: ইলিয়াস, থানা আওয়ামী লীগের কাজী আলতাফ হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর নুরুল আমিন, ছৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবু তৈয়ব ছিদ্দিকী।

সভামঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, মোহাম্মদ হোসেন, জোবইরা নার্গিস খান, আবদুল আহাদ, আবু তাহের, কাউন্সিলর শহীদুুল আলম, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, নুরুল আবছার মিয়া, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ ছৈয়দ আমিনুল হক, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, ড. নেছার উদ্দিন মঞ্জু, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী। বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনোপলক্ষে আজ সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, টিআইসিতে খতমে কোরআন, বোখারী শরীফ, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা ফজল আহমেদ।

সর্বশেষ

চকরিয়ার বিষফোঁড়া সিএনজি -টমটম স্টেশন

পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পৌরশহরের যানজট যেনো নিত্য...

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গণপ্রকৌশল দিবস  এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)'র ৫৪...

চন্দ্রঘোনা থানায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  দুই বছর...

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন...

আরও পড়ুন

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১৪...

রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার(১৪ নভেম্বর ) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার...

হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারও নামে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল...

রাজনৈতিক দলের কর্তব্য অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা : নাহিদ ইসলাম

জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ...