চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে ইউপি মেম্বার বানাতে গিয়ে জীবন দিতে হলো বড় ভাইকে।১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন সন্ত্রাসীদের হামলায় আহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী মো. ইউসুফ তালুকদার (৫০)। ছোট ভাই আবু তৈয়ব তালুকদারের নির্বাচনে কাজ করতে প্রবাস থেকে বাড়িতে আসেন তিনি। ছোট ভাই ইউপি সদস্য নির্বাচিত হলেও প্রবাসের পরিবর্তে পরলোকবাসী হলেন ইউসুফ তালুকদার।
আজ ১২ ফেব্রুয়ারি, শনিবার ভোর ৫ টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইউসুফ তালুকদার উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাবিলি গ্রামের আবদুল হাকিমের ছেলে ও ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদারের বড় ভাই।
জানা গেছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মো. ইউসুফ তালুকদার রানীহাট বাজার থেকে বাসায় ফেরার পথে বগাবিলি ব্রিজ এলাকায় তার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ শনিবার ভোর ৫টায় তিনি না ফেরার দেশে চলে গেলেন।
নিহতের ছোট ভাই রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তৈয়ব তালুকদার বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আজগর ও তার ক্যাডারেরা গত ১মাস পূর্বে আমার ওপর হামলা করেছিল। আমি সুস্থ হয়ে উঠতে না উঠতেই আমার বড় ভাইয়ের ওপর হামলা করে গুরুতর আহত করে। হাসপাতালে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী মোছাম্মৎ শাহিনুর আক্তার শাহিদ বাদী হয়ে ১নং রাজানগরের বগারবিল এলাকার নবীর হোসেনের ছেলে আজগর আলীকে (৪৫) প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত ইউসুফ তালুকদার আজ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভোরে মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ১ আসামি স্বেচ্ছায় ধরা দিয়েছেন। মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি