যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছেন। স্থানীয় সময় ১১টা ৪ মিনিটে দুই নেতার মধ্যে টেলিফোন আলাপ শুরু হয়।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা তুঙ্গের মধ্যে দুই নেতার মধ্যে এই টেলিফোন।
পশ্চিমারা প্রতিনিয়ত বলে যাচ্ছে, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়া বার বার এমন অভিযোগ অস্বীকার করে যাচ্ছে।
ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক অভিযানের আশঙ্কা থেকে নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্তত ১০টি দেশ।
এ জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউস নির্দেশনা জারি করে। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, জর্ডান একই ঘোষণা দিয়েছে।
এদিকে জরুরি কাজে নিয়োজিত নন—এমন কর্মীদের ইউক্রেনের কূটনৈতিক মিশন ছাড়তে বলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গতকাল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করেন, ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। যদিও আমরা ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে পারব না, তবে এটা বলতে পারি, বর্তমানে সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেকটাই বেড়েছে।