রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে রাতের বেলায় আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হলেও ৫ বছর বয়সী এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটি উদ্ধারকৃত মৃত সালমা বেগমের সন্তান।
ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। দুর্ঘটনা মঙ্গলবার (ডিবাগত রাত) কাপ্তাই হ্রদে ঘটে।
স্থানীয়রা জানায়, আছির উদ্দীন তার স্ত্রী, সন্তান ও তার ছোট ভাইয়ের পরিবার নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান। ফেরার পথে হঠাৎ ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি হ্রদে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ শিশুর খোঁজ এখনও মেলেনি।
উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাশাপাশি লংগদু জোনের তেজস্বী বীরও উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছেন।
আর এইচ/