চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক আইন রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গরুর মাংসের দোকানগুলোতে ওজনের কম দেওয়া এবং মুদি দোকানগুলোর মূল্য তালিকায় গড়মিল থাকার অভিযোগে সংশ্লিষ্ট দোকানীদের জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত জায়গায় বাস না দাঁড়ানোর কারণে বাস চালককেও জরিমানা প্রদান করা হয়।মোবাইল কোর্টে মোট ৭টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার দীপক ত্রিপুরা জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করছে।
আর এইচ/