চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় তৈরি অস্ত্রসহ মো. খোরশেদ আলম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেজর রিজওয়ান আহমেদের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় খোরশেদ আলমের বসতঘরে তল্লাশি চালিয়ে ২১০ গ্রাম গাঁজা, দেশীয় তৈরি অস্ত্র, দুটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক খোরশেদ আলম চাতরী চৌমুহনী এলাকার মৃত মো. মনিরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া আদালতের মাধ্যমে চলমান রয়েছে।”
আর এইচ/