খাগড়াছড়ির মহালছড়িতে চলছে জুম্ম ছাত্র-জনতার ডাকা খাগড়াছড়ি জেলায় সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল।
খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে গতকাল অনুষ্ঠিত সমাবেশ থেকে এই হরতালের ডাক দেওয়া হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ভোর থেকেই হরতাল পালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরতাল শুরুর পর থেকেই খাগড়াছড়ি-রাঙ্গামাটি মেইন রোডের ২৪ মাইল, থলিপাড়া, মুড়াপাড়া, চৌংড়াছড়ি মগপাড়া ও মাইসছড়ি এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ ও টায়ার জ্বালাতে দেখা গেছে হরতালকারীদের।
এতে খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কসহ বেশ কয়েকটি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে যাত্রী সাধারণ ও নিত্যপণ্য পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
হরতালে শিক্ষার্থীসহ পাহাড়ি লোকজন যোগ দিয়ে মিছিল বের করে এবং ধর্ষণের ঘটনার বিচার দাবিতে স্লোগান দেন। তবে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহালছড়ির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আর এইচ/