গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

২৫ বছর পর বাঁশখালী-২৩ বছর পর বোয়ালখালী আ’লীগের সম্মেলনের নির্দেশ

সেপ্টেম্বরে বোয়ালখালী ও নভেম্বরে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করতে নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্র থেকে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করতে হবে। সম্মেলন ছাড়া যেসব ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য একক ভাবে কমিটি দিয়েছেন সেই সব কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের সংসদীয় আসনের এমপিদের নিয়ে উপজেলা ও জেলার নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের দুইদিনব্যাপী বৈঠকের গত বুধবার শেষদিন সকালে বাঁশখালী এবং দুপুরে চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এই নির্দেশনা দেয়া হয়।
সভায় কেন্দ্রীয় নেতারা দলের এমপিদের উদ্দেশ্যে বলেন,‘আপনারা এমপি হয়েছেন-দলকে মেরে ফেলবেন না। দলের নেতাকর্মীদের সম্মান দেন, তাদের মর্যাদা আছে। এমপি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। আগামীতে মনোনয়ন নাও পেতে পারেন। কিন্তু দল থাকবে। সবার আগে দল। দলকে নিয়ে(দলের নেতাকর্মীদের নিয়ে) সমন্বয় করে কাজ করতে হবে। দলকে অবহেলা করে আপনি(এমপি) বড়ো হতে পারবেননা।’

সভায় বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বলেন, ‘আমার উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নে সম্মেলন ছাড়া নতুন কমিটি গঠন করেছেন সভাপতি।’

এসময় বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীও তার বক্তব্যে নিজস্ব যুক্তি তুলে ধরেন।
এসময় কেন্দ্রীয় নেতারা অধ্যাপক আবদুল গফুরের অভিযোগের প্রেক্ষিতে সম্মেলন ছাড়া যেসব ইউনিয়ন কমিটি স্থানীয় সংসদ সদস্য একক ভাবে করেছেন সব বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার নির্দেশ দেন।
দক্ষিণ জেলা, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালে। এক কমিটিতেই পর ২৫ বছর। অপরদিকে বোযালখালী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালে। এখন প্রায় ২৩ বছর চলছে।

এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, সকালে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে এবং দুপুরে বোয়ালখালী এবং চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নেতারা সবার জন্য একটি মাত্র বার্তা দিয়েছেন সেটা হলো-দলকে অবহেলা করে রাজনীতি করা যাবেনা। দলের নেতাকর্মীদের সম্মান দিতে হবে। তাদেরকে অবহেলা করা যাবেনা। সবার আগে দল। দলকে বাদ দিয়ে কিছু করা যাবেনা।

সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করে উপজেলা সম্মেলনের জন্য নির্দেশনা দিয়েছেন। জুলাই মাসের ১০ তারিখ বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবান করা হয়েছে। এই সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেপ্টেম্বরে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করতে বলেছেন।

কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকের ব্যাপারে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর চট্টগ্রাম নিউজকে জানান, বাঁশখালীতে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করে নভেম্বরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের জন্য কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দিয়েছেন। একই সাথে সম্মেলন ছাড়া যেসব ইউনিয়নে আওয়ামীলীগের কমিটি করা হয়েছে-সেসব কমিটি বাতিল করে কেন্দ্রীয় নেতারা আগের কমিটি বহাল করেছেন। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন-এই সিদ্ধান্তে আমরা দুইজন (সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর) স্বাক্ষর করেছি।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা বাংলা‌দেশির‌া অব‌শে‌ষে দে‌শে ফির‌লেন।বি‌ক্ষো‌ভের সময় ৫৭ বাংলা‌দে‌শি গ্রেপ্তার ক‌রে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয় সেই দে‌শের...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং ঋণ সমন্বয়ের পর, প্রেরিত রেমিটেন্সের বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দীনকে...

বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের : আমীর খসরু মাহমুদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে। আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আগামীর বাংলাদেশের...