গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

এমপিদের সাথে তৃণমূলের দূরত্ব গুছাতে চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ বলেছেন, দল পর পর তিনবার ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মাঝে একটা আয়েশী ভাব চলে আসে।শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে আমরা এমনটা মনে করছি। আওয়ামীলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও অনেক ইউনিটে ১৫/২০ বছর সম্মেলন হচ্ছে না।এ কারণে অনেক ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন হচ্ছে না।যদি সংগঠনের নিয়ম অনুযায়ী সম্মেলন হত তাহলে অনেক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হত।

আজ রোববার, ২০ জুন চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের নির্বাচিত সংসদ সদস্য ও স্ব স্ব নির্বাচনী এলাকার ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তিনি প্রত্যেক এমপিদের নগর আওয়ামীলীগের সাথে পরামর্শ করে কাজ করার আহবান জানান এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেন।

আজ সকাল দশটায় সার্কিট হাউজে প্রথমে চট্টগ্রামের নির্বাচনী এলাকা-৪ (সীতাকুণ্ড), ৮(চান্দগাঁও-বোয়ালখালী) ও ৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ও স্থানীয় ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক করেন।

তিনি প্রথমে সীতাকুণ্ড এর পর ৭ (ডবলমুরিং-হালিশহর-খুলশী) আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমিন এবং ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে রুদ্ধতার বৈঠক করেন।এর পর বেলা সাড়ে চারটায় চট্টগ্রাম নির্বাচনী এলাকা ৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে এবং সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নির্বাচনী ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে।

এক বছরের মধ্যে সকল ইউনিট, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি: এদিকে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামের সকল ইউনিট, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিট করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাহেদ আল মাহমুদ স্বপন এমপি।

তিনি বলেন, আমি চট্টগ্রাম বিভাগের নতুন দায়িত্ব পেয়েছি।আমি একেক দিন একেক আসনের এমপিদের সাথে বসব।তৃণমূলের সাথে এমপিদের যে দূরত্ব সেটা কমাবো।এবং সেটাই হবে।দল সবার চেয়ে বড়, এমপিরা দলের সৃষ্টি।এমপিরা দলের উপরে নয়।সবার উপরে দল।সুতরাং দলকে ভালবেসে রাজনীতি করতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাহেদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের র্অথ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপি, দিদারুল আলম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমনিুল ইসলাম আমিন, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিঠির সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন,মাহমুদ সালাউদ্দিন সেলু,ফারহান আহমদ, শাহাজাদা মহিউদ্দিন,প্রদীপ দাশ প্রমুখ।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের : আমীর খসরু মাহমুদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে। আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আগামীর বাংলাদেশের...

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এর সভাপতিত্বে...

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে ‘নির্মমতা’ বললেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশিদের হত্যার নিন্দা জানিয়ে এটিকে নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন। হত্যা কোনো সমাধান...

প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন ৭ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আগামী ২২ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। এ...