বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) কর্তৃক ১৭ জন কৃতি শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে ) দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); বিআরপিওডব্লিউএ, চট্টগ্রাম শাখার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আল্লাহ্ বকশ; সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালক; কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষকবৃন্দ।
বিআরপিওডব্লিউএ দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কল্যাণে কাজ করে আসছে এবং তাদের পরিবারের সদস্যদের শিক্ষা ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান তারই একটি অংশ।অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তাদেরকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
আর এইচ/