শুক্রবার, ২৩ মে ২০২৫

চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠকে জনগণের মুক্তাঙ্গন ঘোষণার দাবি

চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠে ‘গ্রিন পার্ক’ করতে চান মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠকে জনগণের মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে’ সমাবেশ ও মানববন্ধন করেছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।
মানববন্ধনে চট্টগ্রামের সার্কিট হাউজের মাঠকে মুক্তাঙ্গন ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে সংহতি জানিয়ে যোগ দেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চট্টগ্রাম।

আজ ২২ মে বৃহস্পতিবার দুপুরে মাঠের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সার্কিট হাউজের মাঠটি পেলে সেখানে ‘গ্রিন পার্ক’ করার ঘোষণা দেন।

ঐতিহাসিক চট্টগ্রাম সার্কিট হাউজের মাঠকে জনগণের মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে’ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।

সমাবেশে অংশ নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বারবার বলছি যে, আমরা একটি পরিকল্পতি চট্টগ্রাম নগরী চাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মাস্টারপ্ল্যান আছে সেখানেও এটা একটা সবুজ মাঠ আছে।

তিনি আরো বলেন, “আমরা এর আগেও দেখেছি, সিআরবিতে একটা হাসপাতাল করার চিন্তাভাবনা করা হয়েছিল। আমরা এখানে যারা আছি সবাই সেদিন প্রতিবাদ করেছিল। আমরা চাই রেলওয়ে হসপিটাল (সিআরবিতে) একটি পূর্ণাঙ্গ হসপিটাল হোক। এখন রেলওয়ে হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতাল করার জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা এসেছে। সেখানে সর্বস্তরের চট্টগ্রামবাসী চিকিৎসা নিতে পারবে।”

তিনি বলেন, “আমরা এর আগেও দেখেছি, সিআরবিতে একটা হাসপাতাল করার চিন্তাভাবনা করা হয়েছে। আমরা এখানে যারা আছি সবাই সেদিন প্রতিবাদ করেছিল। আমরা চাই রেলওয়ে হসপিটাল (সিআরবিতে) একটি পূর্ণাঙ্গ হসপিটাল হোক, যেটা এখান থেকে মাত্র এক মিনিটের রাস্তা। “রেলওয়ে হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতাল করার জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা এসেছে। সেখানে সর্বস্তরের চট্টগ্রামবাসী চিকিৎসা নিতে পারবে।”

সার্কিট হাউজের মাঠটির জন্য ইতোমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টাকে চিঠি লিখেছেন জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মাঠটি চট্টগ্রাম সিটি করপোরেশনকে দিয়ে দিন, আমরা একটা গ্রিন পার্ক করব এখানে। মানুষ সেখানে আসবে হাঁটবে, ঘুরবে। এ ধরনের চিন্তাভাবনা নিয়ে আমি তাদেরকে চিঠি লিখেছিলাম কিন্তু অদ্যবধি কোনো সাড়া দেননি।

“কিন্তু এখন শুনছি এখানে হাসপাতাল হবে। আমি তাদের অনুরোধ করছি, আমার (সিটি করপোরেশনের) কালুরঘাটে ৯ একর জায়গা আছে। ওই ৯ একর জায়গা নিয়ে ওখানে হাসপাতাল করুন, আমাকে এই জায়গাটা দিয়ে দেন, সবুজ পার্ক করব এখানে। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি। এর থেকে ভালো প্রস্তাব হতে পারে না। সেখানকার অবহেলিত মানুষ আপনারা হাসপাতাল করলে সেবা পাবে।”

তিনি বলেন, “এখানে অনেক হাসপাতাল, কাছেই চট্টগ্রাম মেডিকেল কলেজ, আশেপাশে এত প্রাইভেট হাসপাতাল, এখানে আর হাসপাতাল প্রয়োজন নাই। হাসপাতাল করতে হলে কালুরঘাট এলাকায় একটা বড় হাসপাতাল করেন। সেখানে আমার জায়গা আমি ছেড়ে দেব। বিনিময়ে এটা আমাদের দেন।

“চট্টগ্রাম স্টেডিয়াম নিয়েও ষড়যন্ত্র হয়েছে। চট্টগ্রামের মানুষ প্রতিবাদ করেছে। এখন মাঠ সিজেকেএসের থাকবে। চট্টগ্রামের সমস্ত খেলোয়াড় এখানেই খেলবে। এ শহরকে আমাদের বাঁচাতে হবে। এই শহরকে যদি না বাঁচাই তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

চট্টগ্রাম সিটি করপোরেশন তিন একর জমিতে শিশুপার্ক স্থাপনে আগ্রহ দেখালে ১৯৯২ সালে ১৩ জুলাই সিটি কর্পোরেশনকে অনাপত্তি দিয়েছিল।

নানা ঘটনা পেরিয়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর ওই জমিতে স্থাপিত ‘চট্টগ্রাম শিশু পার্ক’সিলগালা করে জমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই থেকে মাঠটি তাদের অধীনে আছে।

সমাবেশে কবি -সাংবাদিক আবুল মোমেন বলেন, “চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রম নগরী। এই নগরীকে রক্ষা করতে না পারলে উত্তর প্রজন্ম আমাদের দায়ী করবে। একে বলা হয় বাণিজ্যিক রাজধানী, কিন্তু এখানে একটিও পার্ক নেই, মাঠ নেই। শহরে ৫-৬ টা মাঠ ছিল। অথচ এখন শিশু কিশোররা খেলার মাঠ পায় না।
এই মাঠটি আমরা সবাই মিলে রক্ষা করব। এর পিছনে যে পুরাতন সার্কিট হাউজ, সেটি একটি ব্রিটিশ বার্মিজ স্থাপনা। এখানে এরকম আর একটি স্থাপনাও নেই। সেটি এখন জাদুঘর, আর সামনের মাঠটি এর ল্যান্ডস্কেপ হিসেবে আছে। এখানে কোন স্থাপনা হতেই পারে না।”

মানববন্ধনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, এই মাঠটি এতদিন যেমন উন্মুক্ত ছিল তেমন সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

অন্যদের মধ্যে স্থপতি জেরিনা হোসেন, অধ্যাপক ড. শফিক হায়দার, বিজয় মজুমদার ও অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া সমাবেশে বক্তব্য দেন।
এছাড়া প্রকৌশলী এবিএম বাসেত, অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, স্থপতি শাহীনুল ইসলাম খান উপস্থিত ছিলেন কর্মসূচিতে।

১৯৭১ সালের ১৭ ডিসেম্বর সার্কিট হাউজের সামনেই এই মাঠে চট্টগ্রামে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন মুক্তিযোদ্ধারা।

১৯৮৮ সাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামের আউটার মাঠ, জিমনেসিয়াম এবং সেসময়ের পুরাতন সার্কিট হাউজের মাঠ ঘিরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হলে শিশু পার্কের ওই স্থানটিতে প্রথম ‘বিজয় মঞ্চ’ স্থাপিত হয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আগ্রহে ১৯৯২ সালে ১৩ জুলাই তিন একর জমিতে শিশুপার্ক স্থাপনে নগর সংস্থাটিকে অনাপত্তি দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পরে ১৯৯৪ সালে ঢাকার প্রতিষ্ঠান ‘ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস লিমিটেড’কে ২৫ বছরের জন্য জমিটি প্রথমবার ইজারা দিয়েছিল সিসিসি। ২০১৯ সালের নভেম্বরে ওই ইজারার মেয়াদ শেষ হয়।

এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি আবার ১৫ বছরের জন্য একই প্রতিষ্ঠানের সাথে পার্কের জমিটির ইজারা চুক্তি নবায়ন করে নগর সংস্থা।
বিগত সরকারের আমলে ওই জমি থেকে শিশু পার্ক অপসারণ করে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং জনপরিসর হিসেবে উন্মুক্ত রাখার দাবিতে আন্দোলন করেছিল কয়েকটি সংগঠন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের...

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ সরকারের প্রধান উপদেষ্টা...

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।...

চান্দগাঁওয়ের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ৩০ নারী-পুরুষ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বিভিন্ন আবাসিক হোটেলে সাঁড়াশি অভিযান...

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যুক্ত হল পরামর্শক প্রতিষ্ঠান

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) ও পরামর্শক প্রতিষ্ঠান তারিক হাসান...

কমলালেবুর নামে এলো কোটি টাকার বিদেশি সিগারেট

চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে আনা কোটি টাকার...

আরও পড়ুন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যুক্ত হল পরামর্শক প্রতিষ্ঠান

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) ও পরামর্শক প্রতিষ্ঠান তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড-এর মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।আজ বুধবার (২২ মে) সকালে চট্টগ্রাম ক্লাবে...

কমলালেবুর নামে এলো কোটি টাকার বিদেশি সিগারেট

চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে আনা কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউজ। জব্দ এক কোটি ২৫ লাখ শলাকা ল্যামার ও অস্কার...

সাতকানিয়ায় টমটম চালকের রহস্যময় মৃত্যু: স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. মোকতার (২৭) নামে এক টমটম চালকের মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যা না পরিকল্পিত হত্যা—এই প্রশ্ন ঘিরে রহস্য দানা বেঁধেছে। মোকতারের গলায় গামছা...

চট্টগ্রামে ১৭ জন কৃতি শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) কর্তৃক ১৭ জন কৃতি শিক্ষার্থীকে 'আইজিপি শিক্ষাবৃত্তি' প্রদান করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ মে ) দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম...