কর্ণফুলীতে ডুব দিয়ে লোহার যন্ত্রাংশ সংগ্রহ করেই জীবন চলতো মিরাদের (৩৩)। প্রতিদিনের মত সোমবার ১৯ মে সকাল সাড়ে ৮টায় নগরীর অভয়মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে নামেন মিরাদ এবং তার আর এক সহযোগী বন্ধু। প্রতিদিন ডুব দিয়ে লোহার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পানি থেকে কিছুক্ষণ পরপর উঠে আসলেও সোমবার তার বন্ধু রায়হান উঠে এলেও মিরাদ আর উঠে আসনি।
দীর্ঘক্ষন পানি থেকে না উঠায় মিরাদের সহযোগীসহ আশপাশের লোকজন অনেক খোজাখুজি করে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় তিন দফা মিরাদের খোঁজে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট সহ আশপাশের পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও কোন সন্ধান পাননি।
এদিকে মিরাদের ছোট দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত ফ্যাল ফ্যান দৃষ্টিতে কর্ণফুলীর নদীর অভিয়মিত্র ঘাটে স্বামীর অপেক্ষার প্রহর গুনছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি(স্বামীকে) হারিয়ে ছোট দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে কোথায় যাবেন নেই অনিশ্চিত জীবনের চাপ চোখে-মুখে গ্রাস করছিল মিরাদের স্ত্রীকে। মিরাদের স্ত্রী জানান, তাদের বাড়ি ভোলা। তারা নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় থাকতেন। তাদের ছোট দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিন ছেলে মেয়েকে নিয়ে সুখেরই সংসার ছিল তাদের । প্রতিদিন সমান আয় না হলেও মিরাদের আয় খারাপ ছিলনা বলে জানান তার স্ত্রী।
তিনি জানান কর্ণফুলীতে এই এলাকায় জাহাজ থেকে স্ক্র্যাপ খালাস করার সময় নদীতে লোহার অনেক যন্ত্রাংশ পড়ে যায়। নদীতে পড়ে যাওয়া লোহার এবং যন্ত্রাংশ মিরাদসহ অনেকেই নদী থেকে ডুব দিয়ে দিয়ে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতো।
এই লোহার যন্ত্রাংশের ভালো দাম পাওয়া যেতে বলে জানান তার স্ত্রী।
চট্টগ্রাম নিউজ/