রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ১১৯ নম্বর ভার্য্যাতলী মৌজার দুর্গম গুড়াছড়ি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দিনমজুর আছুমং মারমার বসতবাড়ি।
মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বুধবার সকালে নিশ্চিত করেছেন মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় ঘরে থাকা সোলার ব্যাটারি থেকে। ঘটনার সময় পাঁচ সদস্যের পরিবারটি কেউ বাড়িতে ছিলেন না—অভিভাবকরা জুমে কৃষিকাজে ব্যস্ত ছিলেন, আর ছেলে-মেয়েরা স্কুলে ছিল। ফলে কেউ তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুনে বসতঘরের খাদ্যশস্য, আদা-হলুদের বীজ, ও নগদ পাঁচ হাজার টাকা সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষাধিক টাকা।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন, তবে ততক্ষণে সব কিছু ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের পরপরই মঙ্গলবার বিকেলে হরিনছড়া এলাকার বাসিন্দারা ও স্থানীয় মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার (এমসিসি) ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, তরকারি, কাপড় ও নগদ ছয় হাজার টাকা সহায়তা প্রদান করে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা কারবারি উশেম্রা মারমা, সহকারী কারবারি সানুখই মারমা, স্থানীয় বিহার কমিটির সম্পাদক মংহলাপ্রু মারমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আর এইচ/