চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর।
মঙ্গলবার ( ৬ মে ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের,১নং ওয়ার্ড,মুঘল পাড়ার আশীকের বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর পর পাড়ার সকলে আগুন নিভাতে নিজ নিজ জায়গায় থেকে ছুটে আসে,আমরা আগুন নিভাতে অনেক আংশে সক্ষম হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুড়ো পুড়ি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অশীকের স্ত্রী তানজিনা জানান , রান্না অবস্থায় ছিলাম, আমি ওয়াশরুমে গেলে চুলার আগুন থেকে ঘরে আগুন লেগে আমাদের ঘরের ৬ টি রুম সহ পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের কোন ধরনের আসবাবপত্র বের করতে পারিনি।
এলাবাসী জানিয়েছেন, পরিবারটি দরিদ্র পরিবার। তাদের যেন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আর এইচ/