নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন (বাবু) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি শহরের বনরুপা থেকে তাকে গ্রেপ্তার করে রাঙামাটি জেলা পুলিশ ।
বাবু রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরীর সন্তান।
বাবু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলায় জড়িত ছিলো জানিয়ে সেই ঘটনায় দায়েরকৃত মামলার ১০ নাম্বার এজাহারনামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে গত ২০২৪ সালের সেপ্টেম্বরের ৯ তারিখে কোতয়ালী থানার মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- ০৫, তাং- ১৭/০৯/২০২৪ইং। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারিদের উপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগ করা হয়েছে এজাহারে।
আর এইচ/