মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে চট্টগ্রামের কাট্টলী ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি সূচিত হয়। এরসাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকল সরকারি, আধাসরকারি,স্বায়ত্তশাসন ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন । পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, মক্তিযোদ্ধাদের সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদের শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পর বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চে সকল শহিদ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সকল শ্রেণির নাগরিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সে স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই। এসময় তিনি একাত্তর ও চব্বিশ নিয়ে বির্তকের কথা উল্লেখ করেন বলেন, ১৯৭১ এবং ২০২৪ নিয়ে কোন প্রকার বির্তকের যাওয়া উচিত হবে না। একটিকে দিয়ে অন্যটি ঢেকে দেওয়া যাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ২০২৪ এবং ১৯৭১ একি সূত্রে গাঁথা। একাত্তরে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে অধিকার আদায়ের জন্য, ঠিক তেমনি ২০২৪ সালেও অধিকার আদায়ের জন্যই হাজারের উপর ছাত্রজনতা রক্ত দিয়েছে। সুতরাং আমরা ৭১ কে ভুলবো না, একাত্তরের চেতনা নিয়ে আমরা ২০২৪ কে নেতৃত্ব দিবো।

বীর মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের মতো আনন্দের। আমাদের আশা আকাক্সক্ষা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতো আরো বেশি খুশি হতাম। আমরা বার বার দেখেছি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেও রাজনৈতিক ব্যক্তিত্ব ও এর সরকারি কর্মকর্তাদের কিছু ব্যর্থতার জন্য, যে লক্ষ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ,আগামীতে দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুক্তিযোদ্ধারা।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মায়ানমার পাচারকালে বিপুল মালামালসহ আটক -৬

কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মায়ানমার পাচারকালে ৬ জনকে...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও...

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিচয় মিলেছে

লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয়...

ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়বো: প্রধান উপদেষ্টা

যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গঠনের...

আরও পড়ুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক আমলের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য, সান্নিধ্য লাভের আশায় সারাবিশ্বের মুসলিম উম্মাহ'র কাছে ধর্মীয় মর্যাদার দিক দিয়ে...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও রবিবার সকালে  ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য,...

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় ঈদ-উল-ফিতর উদযাপন করেছে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)...

লোহাগড়ায় ঈদের দিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পাঁচজনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৬ জন।ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে...