রবিবার, ৩০ মার্চ ২০২৫

ডা. নুরুল হকের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি  জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

কলাউজানের জনপ্রিয় পল্লী চিকিৎসক ও শ্রমিক নেতা ডা. নুরুল হকের হত্যাকারী সজিবসহ সকল অপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ। তারা বলেন, ডা. নুরুল হকের খুনি ও নির্দেশদাতা সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এ খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, ডা. নুরুল হক সমাজে একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তিনি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। যার কারনে আজ সেই মাদক কারবারীদের হাতে থাকে জীবন দিতে হল।

নেতৃবৃন্দ বলেন, আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়ায় দিন দিন মাদককারবারীদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তাদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কোন কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান নয়। তাই আমরা আইনশৃঙ্খলা উন্নতিতে অতিশীঘ্রই যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার দাবি জানাচ্ছি।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে লোহাগাড়ার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে ডা. নুরুল হকের নামাযে জানাযায় উপরোক্ত কথা বলেন জামায়াত নেতৃবৃন্দ।

উক্ত জানাযায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।

এদিকে, ডা. নুরুল হককে নির্মমভাবে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা, শোক ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম।

মঙ্গলবার (২৫ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৪ মার্চ সন্ধ্যায় উপজেলার পূর্ব কলাউজান কানুরাম বাজারে মাদকসেবি সজীব বড়ুয়া সরাসরি হামলা চালিয়ে নির্মমভাবে জনপ্রিয় চিকিৎসক ডা. নুরুল হককে হত্যা করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. নুরুল হক এলাকার জনপ্রিয় একজন পল্লী চিকিৎসক, দ্বীনের দ্বায়ী ও শ্রমিক নেতা ছিলেন। তিনি এলাকার মানুষকে দ্বীনের আলোয় আলোকিত করার জন্য সবসময় দ্বীনি দাওয়াত জারি রেখেছিলেন। তিনি ছিলেন শ্রমিকদের পরম বন্ধু। পাশাপাশি সমাজের প্রতিটি অন্যায় ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার ধারাবাহিকতায় ইফতারের পূর্ব মুহুর্তে সজীবসহ কয়েকজন মাদকসেবি সোমবার বিকালে তার চেম্বার পার্শ্ববর্তী মাদকসেবন করছিলেন । এতে তিনি বাধা দিলে তাকে পরিকল্পিতভাবে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করে সজীব। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন ডা. নুরুল হক।

নেতৃবৃন্দ বলেন, ডা. নুরুল হকের ঘটনায় জড়িত ঘাতক সজীবকে আটক করলেও ঘটনায় জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে। একইসাথে মাদক নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিবৃতিতে ডা. নুরুল হকের শাহাদাত কবুল করে তাকে জান্নাতের অতি উচ্চ মার্যদা দান করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করার জন্য দোয়া করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ইসলামী আন্দোলন ও এনসিপির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণ

ঈদগাঁওতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মাহে রমজানের...

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চারদিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড....

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সংস্কার জরুরি’

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির ও বাংলাদেশ শ্রমিক...

পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কণ্যা বান্দরবান

ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কণ্যা বান্দরবান...

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে কাল ঈদ 

চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলাসমুহের আগামীকাল রবিবার শতাধিক গ্রামে পবিত্র...

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা 

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত জাবেদের বাবা...

আরও পড়ুন

ঈদগাঁওতে ইসলামী আন্দোলন ও এনসিপির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণ

ঈদগাঁওতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখা...

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সংস্কার জরুরি’

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ গণহত্যা, লুটপাট...

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে কাল ঈদ 

চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলাসমুহের আগামীকাল রবিবার শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফী মাযহাবের অনুসরণে ঈদ...

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা 

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত জাবেদের বাবা মো. জাহাঙ্গীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।শুক্রবার (২৮ মার্চ) রাতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে...