হাটহাজারী প্রেস ক্লাবের সদস্য ও চট্টগ্রাম নিউজ ডটকম এর বিশেষ প্রতিনিধি ও ভিডিও এডিটর মোহাম্মদ গিয়াস উদ্দিন’র পিতা সিরাজ মিয়া (৭০) ইন্তেকাল করেছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের সহয্যা পাড়া গ্রামের মিয়ার বাপের বাড়ি জামে মসজিদে এতেকাফরত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
সিরাজ মিয়া ঐ এলাকার মৃত সালেহ আহমদ এর পুত্র।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম নিউজ ডটকম ও চট্টগ্রাম নিউজ মাল্টিমিডিয়ার পরিচালনা সম্পাদক আবু তাহের , নির্বাহী সম্পাদক মোঃ আবুল হাসানসহ চট্টগ্রাম নিউজ পরিবারশোক প্রকাশ করেছেন। চট্টগ্রাম নিউজ পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আর এইচ/