চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মোঃ হাসান (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মোঃ হাসান কক্সবাজার পৌরসভা এলাকার বর্তমানে চান্দগাঁও মোহরা এলাকায় বসবাসরত হাবিবুর রহমানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ