কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের টয়লেট থেকে একশ টাকার ৪৭টি জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।
বুধবার ১৯ মার্চ দুপুৃর দেড়টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিজি ডিউটিকালে গোপন সংবাদের দোহাজারী রেলওয়ে স্টেশন অতিক্রমকালে ‘ড’ বগির টয়লের পাশ থেকে ১০০টাকার ৪৭টি (চারহাজার সাতশত) টাকা মূল্যের জালটাকার নোট উদ্ধার করে। এসময় আব্দুর রহিম বিপ্লব (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম ময়মনসিংহ জেলার কোতায়ালী থানার ধুলিরকান্দার (আশরাফ আলীর বাড়ি), আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি ময়মনসিংহের নিউ কলোনী কোতোয়ালী রেলওয়ে স্টাফ কোয়ার্টাররে থাকেন।
চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চট্টগ্রাম নিউজকে জানান, জাল টাকাসহ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একযাত্রীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ টাকার ৪৭টি জাল টাকা উদ্ধার করা হয়। আসামীকে জালটাকা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন হাট-বাজার, মেলায় ভিড়ের মধ্যে জালটাকা দিয়ে কেনাকাটার জন্য উক্ত জালটাকা নিজ হেফাজতে রাখেছেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/