চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় অভিযোগে ৫ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে চাঁন্দগা ও থানা পুলিশ।
রবিবার ১৬ মার্চ দিবাগত রাতে পুলিশ বহদ্দারহাটস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ থেকে তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
এছাড়াও নানান অপরাধে যুক্ত থাকার অভিযোগে আরো ৪ আসামীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাইফুর রহমান সৈকত (৩৫), মোঃ রিয়াজ (২১), মোঃ আলী (৩০), তারা (২৪), পারভীন আক্তার (১৮)।
এছাড়াও অন্যান্য অপরাধে গ্রেপ্তাররা হলেন-মোঃ মিজান (২৬), মোঃ মোস্তাফিজুর রহমান (২৭), ইমন দাস (২৭), দ্বীপ বড়ৃয়া (২২)।
চট্টগ্রাম নিউজ/ এসডি/