কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের ইউনিয়ন ব্যাংক সংলগ্ন পিছনে লেন, মাছ বাজারের দক্ষিণ লাইনে আগুন লেগে তানিয়া ষ্টোরসহ ৬টি দোকান আগুনে জ্বলে পুড়ে ছাই।
সোমবার (১০ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ২টি দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দীর্ঘ ১ ঘন্টা ৪০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবু জাফর বলেন, চকরিয়ার বদরখালী বাজারস্থ দোকানে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্তিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন,বিদ্যুতের সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়। এতে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকার মত বলে ধারণা করা হচ্ছে।
প্রতক্ষ্যদর্শী সাংবাদিক আলাউদ্দিন আলো বলেন, দোকান গুলো আগুনে পুড়ে যাওয়ার কারণে অনেক দোকানদার নি:স্ব হয়ে গেছে। তারা ঈদুল ফিতর উপলক্ষে দোকানে মালামাল তুলছিল আজকে আগুনে পুড়ে গিয়ে তাদের সহায় সম্বল শেষ হয়ে গেছে।
আর এইচ/