কক্সবাজারের চকরিয়ায় তরমুজ যেন সোনার হরিণ, তরমুজ কিনতে গিয়ে ক্রেতাদের মুখে হতাশার চাপ দেখা যায়।
তরমুজের দাম এত বেশি ক্রেতাগণ সহজে তরমুজ কিনতে পারছে না। রমজানের সময় রোজাদারগণ ইফতারের পর তরমুজ খেতে চাইলেও সহজে তাদের কপালে তরমুজ জুটছে না।
যে তরমুজগুলো ৫০/৬০ টাকা হওয়ার কথা ছিল সে তরমুজ গুলো এখন বাজারে ১৮০/২০০ টাকা বিক্রি হচ্ছে।
আজ রবিবার(৯ মার্চ) সকালে চকরিয়া উপজেলার বৃহত্তম কাঁচা বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, ১০০ পিছ মাঝারি সাইজের তরমুজের পাইকারি দাম ১৫০০০/১৬০০০ টাকা, যা একটি তরমুজের পাইকারি দাম ১৫০/১৬০ টাকা। বড় সাইজের ১০০পিছ তরমুজের পাইকারি দাম ২৪০০০/২৫০০০০ টাকা, যা একটি তরমুজের পাইকারি দাম ২৪০ /২৫০ টাকা। ফলে খুচরা বাজারে তরমুজের দাম অনেক বেশি।
চকরিয়া কাঁচা বাজারের তরমুজের পাইকারি ব্যবসায়ী বেলাল উদ্দিন সওদাগর বলেন, উত্তরবঙ্গ থেকে তরমুজ গুলো অনেক দামে ক্রয় করতে হচ্ছে, এছাড়া তরমুজগুলো আনার পরিবহন খচরও অনেক বেশি ফলে তরমুজের বাজার মূল্য অনেক বেশি।
তরমুজের আরেক পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ ফোরকানুল ইসলাম বলেন, তরমুজ উৎপাদন খরচ অনেক বেশি হওয়াও সেজন্য তরমুজের দামও অনেক বেশি। তবে আমরা চাচ্ছি রমজান মাসে তরমুজসহ সকল ফলাদির মূল্য ক্রেতাদের নাগালের ভিতরে রাখার জন্য।
ঢেমুশিয়া নতুন বাজারের ফল ব্যবসায়ী মোজাম্মেল হক সওদাগর বলেন, পাইকারি বাজারে তরমুজের দাম অনেক বেশি সেজন্য আমরা কম দামে তরমুজ বিক্রি করতে পারছি না। আমাকে একটি মাঝারি ধরনের তরমুজ পাইকারি পরিবহন খরচসহ ১৭০/১৮০ টাকা করে কিনতে হচ্ছে তাই বাজারে সে তরমুজ খুচরা ২০০/২১০ টাকা বিক্রি করতে বাধ্য হয়। এসময় তরমুজ ক্রয় করার জন্য ক্রেতাগণ বাজারে আসলে দরকষাকষির সময় ক্ষোভের বহিঃপ্রকাশ পায়। তিনি আরো বলেন, আমরা যদি পাইকারি কম দামে তরমুজ ক্রয় করতে পারি তাহলে খুচরা বাজারে কম দামে বিক্রি করতে পারবো।
ক্রেতারা বলেন, রমজান মাসে তরমুজসহ সব ফলাদির দাম কম থাকলে আমরা সামান্য কিছু ফল-ফলাদি কিনতে পারবো। ইফতারের পর হয়তো সে ফল-ফলাদি খেতে পারবো।
আর এইচ/